০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনকালে ট্রাকসহ আটক ২

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০২:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৪৬ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সিলিকা বালুভর্তি একটি মিনি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১টা ১৩মিনিটে নরসিংপুর বাজারের দক্ষিণ পাশে আদর্শ দাখিল মাদ্রাসার সামনে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলি গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র মোঃ আল আমিন (২৬) ও একই গ্রামের মো. নুর ইসলামের পুত্র জসিম মিয়া (২৮)।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামছ উদ্দিন খান। তার সঙ্গে ছিলেন এসআই (নি.) মো. মিজানুর রহমান ও ফোর্স সদস্যরা।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এ কাজে তাদের সহযোগিতা করছে স্থানীয় আরও কয়েকজন ব্যক্তি। আটককৃতদের বিরুদ্ধে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন