দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনে ২ জনের কারাদণ্ড

- আপডেট সময়ঃ ১০:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদী থেকে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ এই শাস্তি প্রদান করেছেন।
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিচড়া গ্রামের বাংলাবাজার–বোগলাবাজার সড়কের পাশে চিলাই নদীর ভোলাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে বোগলাবাজার ইউনিয়নের বালিচড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র মিলন মিয়া (২৭) ও লাল মিয়ার পুত্র ফালান মিয়া (২৫) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ২টি হ্যান্ড ট্রলি সহ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।
অভিযানে দোয়ারাবাজার থানার এসআই কৌশিক উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, ইজারাবহির্ভুত বালু উত্তোলনের দায়ে চিলাই নদীর বালিচড়া এলাকা হতে দুইজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া, বালিচড়া গ্রাম সংলগ্ন ভোলাখালী ব্রীজ তলদেশ থেকে অবৈধ বালু উত্তোলনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।