০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

দোয়ারাবাজারে ২ জনের মরদেহ উদ্ধার

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৪:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৩ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক স্থান থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন-উপজেলার ৩ নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামের বাসিন্দা মো. আবুবক্করের স্ত্রী জুবেদা খাতুন (৬০) ও উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের হাজারীগাঁও গ্রামের রজব আলীর ছেলে কামাল উদ্দিন (৪৫)।

জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে দলেরগাঁও গ্রামের বাসিন্দা মো. আবুবক্করের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার স্ত্রী জুবেদা খাতুন ঘটনাস্থলেই মারা যান। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আবুবক্করও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৪ নং মান্নারগাঁও ইউনিয়নের হাজারীগাঁও গ্রামে শেওড়া গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কামাল উদ্দিনের লাশ দেখতে পান স্থানীয়রা।

জানা যায়, কামাল উদ্দিন এক মাস ৫ দিন আগে ৪০ দিনের চিল্লার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। বুধবার সন্ধ্যায় গ্রামের আব্দুল মালিক নামের এক ব্যক্তি জঙ্গলে গিয়ে শেওড়া গাছের নিচে একটি কাপড়ের পুটলা দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী সেখানে গিয়ে গাছের ডালে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় কামালের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, দুটি ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন