১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ধর্মপাশায় শ্রেণিকক্ষ থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৯:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের এক শ্রেণিকক্ষ থেকে মো. তুষার (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তুষার ওই ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মো. রুকন মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে তুষার নিজ বাড়ি থেকে বের হয়ে যায়।

সকাল ৭টার দিকে স্থানীয়রা তাকে বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখে। পরে সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী বসন্ত কুমার দশম শ্রেণির কক্ষের তালা খুলে ভেতরে ঢুকে কাঠের আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, কিশোর তুষার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল বলে তার পরিবারের দাবি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন