সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমতের উর্ধ্বে ওঠে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন। ধানের শীষ বিজয়ী হলে এই আসনের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে আমি নিরলসভাবে কাজ করব। তিনি বলেন, বিএনপি একটি পরিবার। এ পরিবারে পদ-পদবি বা ব্যক্তিগত স্বার্থের চেয়ে দল ও দেশের স্বার্থ বড়।
এমরান আহমদ চৌধুরী আরোও বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে সাধারণ ভোটার বিএনপির বড় শক্তি। আমরা সবাই মিলেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।’ তিনি বলেন, ‘দলই সবার আগে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। একজন কর্মী হিসেবে দলের মনোনীত প্রার্থীর পক্ষে আমি সর্বাত্মকভাবে কাজ করব।’
এমরান আহমদ চৌধুরী বুধবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাসাস আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, বিএনপি নেতা কামাল হোসেন প্রমুখ।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225