নওগাঁর বর্ষাইল ইউনিয়ন কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ১১:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের চকআতিথা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। বর্ষাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান
(আজম) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (সাদ্দাম) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফি তুহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জেলা কৃষক দলের আহ্বায়ক মোমিনুল ইসলাম চঞ্চল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আল মামুন, বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক টিটু, মান্দা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।
সভায় কৃষক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যা শোনেন এবং তা সমাধানের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
সভা শেষে কৃষকদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ করা হয়।