নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আর্কিটেক্ট ও সাহানাবাগ সিটির সত্ত্বাধিকারী আলহাজ্ব তৌফিকুল আলম সুজিতের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের গোস্তহাটি মোড়ের মোল্লা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভাটি আহ্বান করেন বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হাসান সাম্মু ও মাহমুদুল হাসান বিদ্যুৎ।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন চেম্বারের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য অমীয় দাস, রইছ উদ্দিন, নারায়ণ চন্দ্র দাস, আলহাজ্ব মোসলেম উদ্দিন আকন্দসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “নওগাঁ চেম্বারের ভবিষ্যৎ নেতৃত্বে এমন একজন অভিজ্ঞ ও অঙ্গীকারবদ্ধ প্রার্থী প্রয়োজন, যিনি আধুনিক ব্যবসা-বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ। সেই যোগ্যতা তৌফিকুল আলম সুজিতের রয়েছে।”
নিজের বক্তব্যে তৌফিকুল আলম সুজিত বলেন,“নওগাঁর হাতে নওগাঁর ভবিষ্যৎ—এই প্রত্যয়ে আমি প্রার্থী হয়েছি। ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায়ে কাজ করবো, চেম্বারকে জনসম্পৃক্ত ও ডিজিটাল করবো।”
তিনি আরও বলেন, “মন্ত্রণালয় নির্ধারিত ভর্তি ও বার্ষিক চাঁদা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে অন্য চেম্বারগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবো। ব্যবসায়ী সমাজের উন্নয়নে আমি যা বলি, তা-ই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।”
সভায় তিনি তার বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য—ব্যবসায়িক প্রতিষ্ঠান সুরক্ষায় সন্ত্রাস, চাঁদাবাজি ও হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ নতুন উদ্যোক্তা সৃষ্টি ও চেম্বারকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ই-কমার্স সম্প্রসারণ বলিহার রাজবাড়িকে পর্যটন অফিস ও গেস্ট হাউজে রূপান্তরের উদ্যোগ সাপাহারে সরকারি আম গবেষণাগার স্থাপন এবং আমকে বিশ্ববাজারে পরিচিত করা চাল ব্যবসার মান উন্নয়ন ও ব্র্যান্ডিং
ব্যবসায়ীদের কর প্রদানের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় অংশগ্রহণ পরিবেশবান্ধব ব্যবসা ও পরিকল্পিত আবাসিক এলাকা উন্নয়নে কার্যকর পদক্ষেপ ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় সভা ও চেম্বার সদস্যপদে অন্তর্ভুক্তি ব্যবসায়ীদের বিরোধ মীমাংসায় সালিশি কমিটি গঠন SDG লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ী অংশগ্রহণ নিশ্চিত করে সেমিনার ও উন্মুক্ত আলোচনা
সুজিত বলেন,“এক সময়ের দুই বাংলার অন্যতম পরিকল্পিত শহর ছিল নওগাঁ। আমি সেই গৌরব ফিরিয়ে আনতে চাই। ব্যবসায়ী সমাজকে সঙ্গে নিয়ে, সমন্বিতভাবে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।” সভা শেষে তিনি উপস্থিত ব্যবসায়ী ও নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225