নবনির্মিত সিলেট জেলা ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার সকাল ১১টায় চৌহাট্টাস্হ কার্যালয়ে বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডাঃ আনিসুর রহমান এর স্মারকলিপি প্রদান করেন।
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, বাসদ নেতা আব্দুল ওয়াদুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহ সভাপতি শহীদ আহমদ, প্রিতম দাশ প্রমূখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় , সিলেট জেলা ২৫০শয্যা হাসপাতালের নির্মাণ কাজ ২০২৩ সালে সমাপ্তি হয়। আজ অবধি হাসপাতালটি এখনও চালু হয়নি। হাসপাতালটি চালু হলে সিলেট অঞ্চলের মানুষের খানিকটা স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যেত। স্মারকলিপিতে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালটি চালুর বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT