অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ করি এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ মেলা উদ্বোধন আলোচনা সভা র্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৮ আগষ্ট থেকে ২৪ আগস্ট পক্ষকাল ব্যাপী মৎস্য সপ্তাহ পালন করা হবে। সোমবার বেলা ১২টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ এর সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ এর পরিচালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন উপজেলার জামে মসজিদের ইমাম মাহবুর রহমান ও গীতা পাঠ করেন নারায়ণ চন্দ্র দাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি)কমিশনার শাহিন দেলোয়ার ও নবীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার সাইফুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসার জাকারিয়া আহমেদ সহ উপজেলার সকল মৎস্যজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উৎপাদনের সাথে সাথে কর্মসংস্থানসহ নানাবিধ অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও দেশীয় মাছ উৎপাদনের অন্তরায় সমূহ দূর করে উৎপাদন বাড়াতে হবে বলে বক্তারা দাবি জানিয়েছেন।আলোচনা সভা শেষে উপজেলার পুকুরে পোনামাছ অবমুক্তকরণ ও সেরা ৩ জন মৎস্যজীবীদের ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT