হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার ছালামতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনু শব্দকর (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
মৃত বেনু শব্দকর নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে নবীগঞ্জ পৌর শহরের ছালামতপুরে সুহেল মিয়ার বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ওই সময় বেনু শব্দকর অসাবধানতাবশত বৈদ্যুতিক মেইন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।
দ্রুত তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নির্মাণ কাজের ঠিকাদার রঞ্জিতও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT