সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমানের বাশেঁর মুগুরের আঘাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) এশার নামাজের সময় চরগাও মসজিদে এ ঘটনা ঘটে।
এঘটনায় ঘাতক বড় ভাই ফজলুর রহমান (৭০) কে বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজ বাড়ি থেকে সকালে আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
নিহত মজিবুর রহমান উপজেলা ধনপুর ইউনিয়নের চরগাও গ্রামের কান্দু মুন্সির ছেলে। ঘাতক ফজলুর রহমান নিহতের আপন বড় ভাই।
পুলিশ ও স্থানীর এলাকাবাসী কাছ থেকে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়ে দুপুরে বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমান সাথে ছোট ভাই মজিবুর রহমানের সাথে কথা কাটাকাটি ও দুই জনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রাতে ছোট ভাই মোহাম্মদ মজিবুর রহমান এশার নামাজে যায়। তিনি এশার নামাজ জামাতের সাথে পড়ছিলেন। শেষ রাকাতের সময় বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমান মসজিদের ভেতরে প্রবেশ করে মজিবুর রহমানকে বাশেঁর মুগুর দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুত্ব আহত হলে মুসল্লীরা ও পরিবারের লোকজন মুজবুর রহমামকে রাতে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। কর্তব্যরত চিকিৎসকগন উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমানের মৃত্যু হয়।
নিহতের সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মুখলেছুর রহমান জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ফজলুর রহমানকে আটক করা হয়েছে। ওসি জানান, লাশ এখনও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT