নারী নেত্রীদের পদত্যাগে টালমাটাল এনসিপি

- আপডেট সময়ঃ ০৩:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১১১ বার পড়া হয়েছে।

সংসদ নির্বাচন সামনে রেখে একে একে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে যাচ্ছেন দলের নারী নেত্রীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে এই জনপ্রিয় নেত্রীরা পদত্যাগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।
এনসিপির এই সিদ্ধান্তে দলের অনেকের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে নির্বাচনি কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রাখার কথা বলেছেন, অনেকে ছাড়ছেন দল।
জামায়াতের সঙ্গে এনসিপির জোটের এই সিদ্ধান্তের প্রতিবাদে দলের সব নির্বাচনি কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, এই জোটবদ্ধ হওয়া তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের ‘প্রবঞ্চনা’।
তিনি বলেছেন, ‘এ সমস্ত ঘটনাবলির পরিপ্রেক্ষিতে আমি নুসরাত তাবাসসুম, (যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি) প্রাথমিকভাবে নির্বাচনকালে নিজেকে পার্টির সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি।’
এনসিপি জামায়াত জোটের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও তার স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ দল থেকে পদত্যাগ করেছেন।
ডা. তাসনিম জারা বলেছেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনও দল থেকে পদত্যাগ করেছেন। তাজনূভা বলেছেন, ‘নিজেরও ভালো লাগছে না, এভাবে ছেড়ে যেতে। কিন্তু যারা এই দেশ, এই সংসদই চায় নাই তাদের সমঝোতায় একদম শুরুতেই এমপি হতে চাওয়া বা যারা এদের কল্যাণে এমপি হওয়ার জন্য হাভাইত্তার মতো করছে, তাদের নেতৃত্ব মানা আমার পক্ষে ঠিক গণঅভ্যুত্থানের পরের বছর অসম্ভব। পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামায়াতের হাতে।
খাগড়াছড়ি থেকে মনোনয়ন পেয়েও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আরেক নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। তিনি বলেছেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না।
জামায়াতের সঙ্গে জোট নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নওগাঁ-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
তিনি বলেছেন, মনোনয়ন পাওয়ার আগে আমি জানতাম না, এই দল জামায়াতের সঙ্গে ৩০ সিটের আসন সমঝোতা করবে। যেহেতু এখন দলের পজিশন পরিবর্তন হয়েছে, তাই আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করছি। নিজের নৈতিকতা বিক্রি করে রাজনীতি করতে চাই না, ক্ষমতায় যেতে চাই না।




















