বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) বিভাগে সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি মারুফ উদ্দিন। সম্প্রতি পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকায় থাকা পাঁচ বাংলাদেশির মধ্যে তিনিও সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।
শুক্রবার (২৭ জুন) সকালে নিউইয়র্ক পুলিশ হেডকোয়ার্টারে জমকালো অনুষ্ঠানে মারুফ উদ্দিনসহ পদোন্নতিপ্রাপ্ত সকলের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ।
পদোন্নতিপ্রাপ্ত পাঁচ বাংলাদেশির মধ্যে সার্জেন্ট পদে মোশারফ ভূঁইয়া ও মারুফ উদ্দিন এবং এমডি এস হোসেন, মোহাম্মদ ই তানিম এবং মোহাম্মদ ইসলাম ট্রাফিক পুলিশে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি পাওয়া মারুফ উদ্দিনের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম পূর্বমহল্লায়। তিনি ওই এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী ছমির উদ্দিন ও ছয়দুন নেহার দম্পতির ছেলে। বাংলাদেশি বংশোদ্ভূত মারুফ উদ্দিনের জন্ম ও পড়াশোনা যুক্তরাষ্ট্রে। চার ভাই-বোনের মধ্যে মারুফ দ্বিতীয়।
মারুফ উদ্দিনের চাচা সমাজসেবক শামীম আহমদ জানান, নিউইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) বিভাগে সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়ে মারুফ উদ্দিন দেশ তথা নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছেন। তার এ অর্জনে আমরা গৌরবান্বিত। পেশাগত দক্ষতা দিয়ে তিনি তার কাজে সফলতার স্বাক্ষর রাখবেন বলে প্রত্যাশা করছি।
এদিকে মারুফ উদ্দিন তার এই সাফল্যের পেছনে মা-বাবা, স্ত্রী-সন্তান, ভাই-বোনসহ পরিবার-পরিজন ও সহকর্মীদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ মনে করেন। তাছাড়া তার পদোন্নতিতে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন অভিনন্দন জানিয়েছে। এই অর্জন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যকে উচ্ছ্বসিত করেছে এবং তার সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানিয়েছেন তারা।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT