নিউ ইয়র্কে বৈচিত্র্যের জয়, এক মঞ্চে নানা জাতিসত্তার সমাবেশ
নিউ ইয়র্কে পরিবর্তনের বার্তা: জোরান মামদানি নির্বাচিত
- আপডেট সময়ঃ ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে।

ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সোশ্যালিস্ট নেতা জোরান মামদানি। শহরের ইতিহাসে প্রথম আমেরিকান মুসলিম এবং সবচেয়ে কমবয়সী মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। বিজয় ঘোষণার পর নিউ ইয়র্কবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত মেয়র।
জয়োত্তোলন পরবর্তী প্রথম ভাষণে মামদানি বলেন,
“নিউ ইয়র্কের তরুণ প্রজন্মকে ধন্যবাদ। আমরা তোমাদের জন্য লড়বো, কারণ আমরাই তোমাদের অংশ। আজ আমরা বহুদিনের রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটিয়েছি। ভবিষ্যৎ এখন আমাদের হাতে।”
—
ট্রাম্পকে উদ্দেশে চার শব্দের বার্তা
প্রায় আধাঘণ্টার বক্তৃতার এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করেন জোরান মামদানি।
তিনি বলেন—
“ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার চারটি শব্দ — টান দ্য ভলিউম আপ।”
(অর্থাৎ, আওয়াজ আরও জোরালো করো)
তিনি আরও বলেন,
“যদি আমাদের থামাতে চান, তবে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে। আমি সেই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটাবো, যা ধনীদের কর সুবিধা ও ফাঁকি দেওয়ার সুযোগ তৈরি করেছে।”
—
অভিবাসীদের শহর থাকবে অভিবাসীদের হাতেই
নিউ ইয়র্কবাসীদের ধন্যবাদ জানিয়ে মামদানি বলেন,
“আপনারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। নিউ ইয়র্ক সবসময়ই অভিবাসীদের শহর ছিল এবং থাকবে। অভিবাসীদের দ্বারা গড়া এই শহর এখন একজন অভিবাসীর হাতেই পরিচালিত হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগোবো।”
তিনি জানান, আগামী ১ জানুয়ারি তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন।ষ কথা
জোরান মামদানির এই বিজয় শুধু রাজনৈতিক পালাবদল নয়; এটি নিউ ইয়র্কের ভবিষ্যত প্রজন্ম, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের এক স্পষ্ট বার্তা।















