হবিগঞ্জের মাধবপুরে সোনাই আশ্রয়ন প্রকল্পের পাশে বীর নিবাসের সামনের ডোবা থেকে মায়েশা আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মায়েশা আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে। গত ৫ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মায়েশার পিতা বিল্লাল মিয়া জানান, ‘গত শুক্রবার মায়েশার স্বামী সোহাগ মিয়া ফোন করে জানান মায়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের বাড়িতে (হাড়িয়া) এসেছে কি না জানতে চায়। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মায়েশাকে পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সন্ধ্যার সময় সোগাগ মিয়ার বাড়ির পাশের ডোবায় কচুরিপানার ভেদ করে মায়েশার লাশ ভেসে উঠতে দেখে প্রতিবেশীরা।খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।নিহতের শাশুড়ী রোমানা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT