গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে নিখোঁজের ৯ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র মো. ইয়াছিনের (১৩)। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় ছেলেকে খুঁজে না পেয়ে এখন পাগলপ্রায় তার মা-বাবা।
শুক্রবার (২৯ আগস্ট) শ্রীপুর থানায় নিখোঁজসংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা মো. শাহ জামান। এর আগে, গত ২৪ আগস্ট (রবিবার) ভোর ৪টার দিকে মাদ্রাসা থেকে ফজরের নামাজের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয় ইয়াছিন।
ইয়াছিন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের পোশাক শ্রমিক মো. শাহ জামানের ছেলে। সে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা ইকরা মডেল মাদ্রাসার ছাত্রাবাসে থাকতো।
শাহ জামান জানান, গত ২৪ আগস্ট ভোর ৪টার দিকে মাদ্রাসা থেকে ফজরের নামাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে বা মাদ্রাসায় ফেরেনি তার ছেলে। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয়স্বজন ও পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করে অনেক খোঁজাখুঁজির পরও ছেলের সন্ধান কোথাও না পেয়ে পাঁচ দিন পর শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে ইয়াছিন সবার বড়। মাদ্রাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও টুপি।
নিখোঁজ শিশুর মা ইসমত আরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার শিশু ছেলে কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এবং পুলিশকে একাধিকবার জানিয়েও কোন অগ্রগতি দেখতে পাচ্ছি না। ছেলের সন্ধান পেতে পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করছি। আমি আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতি অনুরোধ করছি, দয়া করে আমার ছেলেকে খুঁজে দিন।
এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশ কোনও তথ্য জানাতে পারেনি বলে নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা গেছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT