সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বিএনপি একটি বৃহৎ দল। এ দলে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে। তবে সবদিক যাচাই-বাছাই করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। দলের জন্য নিবেদিতপ্রাণ হলে সবার উচিৎ- দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষকে বিজয়ী করার জন্য মাঠে নেমে পড়া।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ও বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান আহমদ চৌধুরী।
এসব অনুষ্ঠানে তিনি আরও বলেন- প্রার্থী ঘোষণার আগে থেকেই- দীর্ঘ ২৫ বছর ধরে দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমি চষে বেড়াচ্ছি। আমার মা নেই, বাবাও নেই। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মুরুব্বিরাই আমার অভিভাবক। এই দুই উপজেলার তরুণ ও যুবসমাজই আমার ভাই-ভাতিজা, আত্মার স্বজন। আপনাদের বিপুল জনসমর্থনই আমাকে ধানের শীষ পাইয়ে দিতে সাহায্য করেছে। এবার জনতার এই প্রতীককে আপনারা বিজয়ী করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সিলেট-৬ আসন উপহার দিন।
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে দোয়া মাহফিল।
বুধবার সন্ধ্যায় ৭টায় গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মঙ্গল কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক নজমুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক গিয়াস উদ্দিন আহমদ ও সদস্যসচিব হাসানুল মজিদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুল লতিফ খাঁন, সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো. সাহেদ আহমদ, সদস্যসচিব মো. মস্তাক আহমদ, যুগ্ম-আহবায়ক আমির আলী, যুগ্ম-আহবায়ক দুলাল আহমদ, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ এবং সদস্য আশিক আলী, সুজন আহমদ ও কদর আহমদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফয়সল আহমদ খাঁন, আমুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আলম লাকেছ, সাবেক পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শালিক আহমদ, সদস্য সাকিল আহমদ লিমন, যুবদল নেতা এ কে আলম, পৌর প্রমিক দলের সভাপতি আতাউর রহমান আতা ও সহ-সভাপতি মাহতাব উদ্দিন প্রমুখ।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225