সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী শৃংখলা বজায় রাখতে কোন ছাড় নয়: বিয়ানীবাজারের নবাগত ওসি

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৫:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ৭৫ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজারে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্টু, শান্তিপূর্ণ ও শৃংখলা বজায় রাখতে কোন ছাড় দেয়া হবেনা। সরকারি নির্দেশনা ও নির্বাচন কমিশনের আইনী দায়িত্ব রক্ষায় থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখবে। সিলেট-৬ আসনের অর্ন্তর্গত বিয়ানীবাজার থানায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে পুলিশ তৎপর থাকবে। তিনি বলেন, কোন প্রার্থীর পক্ষে আমাদের ভূমিকা থাকবেনা। আমরা সুষ্টু ও নিরপেক্ষ ভোট গ্রহণ করতে জনগণের পক্ষে থাকবো।

অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক আরোও বলেন, নির্বাচনী প্রধান দায়িত্বের পাশাপাশি এই থানা এলাকার মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বিয়ানীবাজারের সকল মানুষের মানবাধিকার রক্ষায় পুলিশের অগ্রণী ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।থানা পুলিশকে সহায়তার অনুরোধ জানিয়ে বিয়ানীবাজারবাসীকে আইনশৃংখলা রক্ষায় সচেতনতার আহবান জানান। নিজের দপ্তরে শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ এসব কথা বলেন। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী এ সময় উপস্থিত ছিলেন।প্রেসক্লাব নেতৃবৃন্দ বিয়ানীবাজারের সাধারণ মানুষ যতে হয়রানির শিকার না হয় সেজন্য তার দৃষ্টি কামনা করেন। একইসাথে ৫ আগস্ট পরবর্তী মামলায় স্থানীয় যে সকল সাংবাদিককে আসামী করা হয়েছে, তাদেরকে হয়রানি না করার অনুরোধ করেন। এছাড়াও থানা এলাকার আইনশৃংখলা রক্ষায় পুলিশকে বেশকিছু পরামর্শ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন