০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনামঃ
নুরের উপর হামলার প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:
- আপডেট সময়ঃ ১২:২৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে।

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণ অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় আহবায়ক মাহবুব আহমদ, যুগ্ম আহবায়ক আবুল কালাম, সুনাম মিয়া রুহেল আহমদ, সদস্য সচিব পংকচজ কুমার চৌধুরী, নির্বাচনী সমন্বয়ক বিবেকানন্দ দাস প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা ভিপি নুরের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধ এবং গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেফতারের দাবি করেন।
ট্যাগসঃ