রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষ ও হামলার পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং তার অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস পদপ্রার্থীরা।
নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াতনুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াত
ভিপি প্রার্থীরা বলছেন: আবিদুল ইসলাম খান: নুরুল হক নুরের উপর হামলার নিন্দা জানাচ্ছি; এটি অশনিসংকেত। সাদিক কায়েম: নুর জাতীয় নেতা এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের যোদ্ধা। পুলিশ ও সেনাবাহিনীর হামলা প্রমাণ করে সংস্কারের অনেক পথ বাকি। উমামা ফাতেমা: সেনা বাহিনীর এই আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক।
জুলিয়াস সিজার তালুকদার: এ ধরনের ঘটনা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অন্তরায়। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। শেখ তাসনিম আফরোজ ইমি: হামলার নিন্দা জানাচ্ছি; যারা এই ধরনের সহিংসতা চালাচ্ছে, তাদের বিচার হওয়া উচিত। আব্দুল ওয়াহেদ: সেনাবাহিনী ও পুলিশের হামলার নিন্দা জানাই; দেশের পরিস্থিতি গভীর সংকটের দিকে যাচ্ছে।
জিএস ও এজিএস প্রার্থীরা বলেন: শেখ তানভীর বারী হামিম: নুর ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ জানাই। মহিউদ্দিন খান: রাজনৈতিক কর্মসূচিতে এমন হামলা প্রমাণ করে সংস্কারের অনেক পথ বাকি। মহিউদ্দিন রনি: হামলার সুযোগ ইন্টেরিম কর্তৃপক্ষের কার্যকরতা না দেখানোর কারণে হয়েছে; স্বরাষ্ট্র উপদেষ্টাকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। মেঘমল্লার বসু: হামলার তীব্র নিন্দা জানাই; গণতন্ত্রের জন্য এটি একটি হুমকি।
ডাকসু প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে সবাইকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ এবং নুরের দ্রুত সুস্থতা কামনার আহ্বান জানিয়েছেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT