০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

নেতাকর্মীদের জনসেবামুখী মানসিকতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে হবে : কাইয়ুম চৌধুরী

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০১:৩০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯৫ বার পড়া হয়েছে।

নেতাকর্মীদের জনসেবামুখী মানসিকতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে হবে : কাইয়ুম চৌধুর

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, রাজনৈতিক পদ-পদবী ক্ষণস্থায়ী; আজ আছে, কাল নাও থাকতে পারে। তবে জনগণের আস্থা ও ভালোবাসাই স্থায়ী সম্পদ। তাই নেতাকর্মীদের জনসেবার মানসিকতা গড়ে তোলা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা জরুরি। তিনি বলেন, জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারলেই ধানের শীষ প্রতীক আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টায় দক্ষিণ সুরমার একটি হোটেল মিলনায়তনে থানা ও উপজেলার আটটি ইউনিয়ন এবং মোগলাবাজার থানা বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাইয়ুম চৌধুরী আরও বলেন, ব্যক্তিগত ভাবমূর্তি কলঙ্কিত হলে দলের কোনো উপকার হয় না। বরং জনগণের আস্থা অর্জন করতে পারলে দল ভবিষ্যৎ নির্বাচনে তার সুফল ভোগ করবে। তাই নেতাকর্মীদের অবান্তর কর্মকাণ্ডে সময় নষ্ট না করে সর্বদা জনকল্যাণমূলক কাজে মনোনিবেশ করতে হবে।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে পালন ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি বদরুল ইসলাম জয়দু, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরন, জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাই, বিএনপি নেতা শামসুর রহমান সুজা, মোগলাবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি আপ্তাব উদ্দিন, দাউদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল আলম বাহার, থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমেদ মেম্বার, কামালবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি গুলজার আহমেদ, সিলাম ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মালিক মল্লিক ও সাধারণ সম্পাদক পাবেল রহমান, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আফরোজ মিয়া, থানা বিএনপি নেতা বাচ্চু মিয়া, ময়নুল ইসলাম মঞ্জু, আরিফ চৌধুরী, লুৎফুর রহমান, ছানু মিয়া, সুহেল আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য