নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী-বিএসএফ। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও ২ জন পুরুষ রয়েছেন।
[caption id="attachment_3907" align="aligncenter" width="1024"] সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের ১৯ জন সহ ২১ জনকে পুশইন করেছে বিএসএফ[/caption]
আটকদের বাড়ি, ঢাকা, চট্রাগ্রাম, রাজবাড়ি,
পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।
বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।তিনি জানান, সীমান্তে টহলরত অবস্থায় বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের আড়াপাড়া এলাকায় বিএসএফের পুশইন করা ২১ জনকে আটক করে বিজিবি।আটকদের পরিচয় সনাক্তের পর দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য এই নিয়ে তৃতীয়বারের মতো পুশইনের ঘটনায় দেশের বিভিন্ন জেলার প্রায় ৬৪ জনকে জোর পূর্বক বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT