হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও বিভিন্ন পূজা মণ্ডপে অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারো দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম। প্রধান বক্তা ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার,এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শংকর পাল সুমন।
সভায় সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ আতাউল মোস্তফা সোহেল।
বক্তারা আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225