সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করলেন বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউটের দুই সদস্য

মিসবাহ উদ্দিন :
  • আপডেট সময়ঃ ১১:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ১৩৩ বার পড়া হয়েছে।

মানবকল্যাণে নিষ্ঠা, সাহসিকতা ও নিরবচ্ছিন্ন সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করেছেন বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট রেদওয়ান আহমদ ইমন ও রোভারমেট কাসিম উদ্দিন।

বাংলাদেশ স্কাউটসের রোভার স্কাউটিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননায় মনোনীত করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ স্কাউটসের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

উল্লেখ্য, স্কাউট আন্দোলনের মাধ্যমে মানবসেবায় আত্মনিবেদন, রক্তদান, জলোচ্ছ্বাস, ঝড়-বাদল, বন্যা ও অন্যান্য দুর্যোগকালে উদ্ধার কার্যক্রম, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণসহ নানা মানবিক কর্মকাণ্ডে সাহসী ও গৌরবময় ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবছর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে সিনিয়র রোভারমেট রেদওয়ান আহমদ ইমন বলেন,
“এই সম্মাননা ভবিষ্যতে মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে আমাদের অনুপ্রেরণা জোগাবে। আমরা সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে আগের মতোই দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, এই অর্জন এককভাবে আমাদের নয়, বরং বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্মিলিত সাফল্য। তিনি গ্রুপের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া কামনা করেন, যেন ভবিষ্যতেও মানবসেবার কাজে সক্রিয় থাকতে পারেন।

স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজসেবা, দুর্যোগকালীন সহায়তা ও মানবিক কর্মকাণ্ডে কাজ করার সুযোগ তাদের জীবনে গভীর প্রভাব ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, সামনে আরও বেশি নিষ্ঠা ও সততার সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্মাননা মানবতার পথে এগিয়ে চলার এক নতুন দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন