হবিগঞ্জের চুনারুঘাট উজেলার প্রশাসনে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ২ জন নারী উপ-সচিব।
বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তারা হলেন- মিরাশি ইউনিয়নের পাঁচগাও এলাকার কৃতি সন্তান মোছাম্মদ ফারহানা রহমান। তিনি জনপ্রশাসন মন্ত্রনালের উপসচিব- থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। আহম্মেদাবাদ ইউনিয়নের কালিশিড়ি গ্রামের কৃতি সন্তান মাহবুবা বিলকিস। তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব-থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাদের পদোন্নতির খবরে চুনারুঘাট উপজেলায় সাধারন মানুষদের মধ্যে আনন্দের উৎসব চলে। যুগ্ন সচিবের খবরে তাদের নিজ গ্রামে গ্রামে আনন্দ নেমে আসে। গ্রামের সব বয়সী মানুষ নিজেদের গ্রামের কৃতি সন্তানের পদোন্নতিতে খুশিতে আত্মহারা।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাদের আরো সফলতা জানিয়ে শুভেচ্ছা জানান এলাকাবাসী। ওই দুই কৃতিসন্তান এলাকার মানুষের ভালবাসায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মাহবুবা বিলকিস বলেন, অর্পিত দেওয়া দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার মধ্যদিয়ে পালন করছি। মানুষের প্রতি মায়া-মমতা নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করলে যেকোনো মানুষ প্রশংসা পাবেন। যতোদিন বেঁচে থাকবো মানুষের সেবায় কাজ করে যাব। উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাহবুবা বিলকিস । তারা দুইজনই প্রশাসনের ২৪তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT