সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬

পবায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আ/ত্মা/র মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মশিউর রহমান রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময়ঃ ০৮:৫৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ৯৮ বার পড়া হয়েছে।

রাজশাহীর পবা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
অনুষ্ঠানে পবা-মোহনপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এ কথা বলেন।

শুক্রবার বিকেলে বড়গাছি ইউনিয়নের ভালাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং পবা-মোহনপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “আজ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। দেশমাতা বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেয়। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কাছে প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, মহাকালের সমাপ্তি হলে মহাকাব্যের যাত্রা শুরু হয়ে গেছে, যা আজীবন চলতে থাকবে। আমরা এমন একজন মাকে হারিয়েছি, যিনি দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন।” দেশের স্বার্থে তার একনিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “মানুষের হৃদয়ে তার স্থান কতটা গভীর ছিল, তার প্রমাণ তার জানাজায় জনস্রোত।

স্মৃতিচারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

সট- শফিকুল হক মিলন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন