সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পরিত্যক্ত বাঁশ ঝাঁড়ের নিচ থেকে এক নবজাতক শিশু উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। তার অভিভাবকের পরিচয় পাওয়া যায়নি। এমন খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাকাতলা রাস্তার পুর্বপার্শ্ব থেকে এক নবজাতক মেয়ে শিশু উদ্ধার করেছে এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাকাতলার মোড়ের পার্শ্বে বাঁশঝাড়ের বালুময় উচুস্থানে নবজাতক শিশুর কান্না শুনতে পান স্থানীয় লোকজন। এগিয়ে একটি ফুটফুটে মেয়ে শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় দেখে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে। পরে বাঙ্গালভিটা গ্রামের পল্লী চিকিৎসক মোস্তফা কামালের স্ত্রীর কাছে তুলেদেন। এরপর থেকে মাতৃছায়ায় সেখানে লালন পালন করছেন।
পল্লী চিকিৎসক মোস্তফা কামাল জানান,প্রকৃত পিতামাতা আসে তাহলে প্রশাসনিক সহায়তায় তুলে দেয়া হবে।
এই বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, সমাজসেবাকে নিয়ে সমন্বয় সভায় আলোচনা সাপেক্ষে মাইকিং করা হবে। তাতেও যদি কেউ না আসেন, তাহলে সরকারী বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT