ভারতে চলছে আলোর উৎসব দীপাবলি উদযাপন। বাড়ি সাজানো থেকে নতুন পোশাক, অনেক তারকাই এই সময় জমজমাট পার্টির আয়োজন করেন। কিন্তু বলিউড ও পাঞ্জাবি গানের জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ নাকি এই উৎসবের উদযাপন থেকে দূরে থাকেন। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। আর সেখানেই উঠে এসেছে তার এক গভীর কষ্টের কথা।
দিলজিৎ দোসাঞ্জের ইনস্টাগ্রাম পেজ ‘টিম দিলজিৎ গ্লোবাল’ থেকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দিলজিৎ জানান, একটা সময় দীপাবলির আলো, আতশবাজি তিনি খুব ভালোবাসতেন কিন্তু এখন তিনি এতে ভয় পান।
ভিডিওতে দিলজিৎ বলেন, ‘আগে আমি প্রচুর আতশবাজি ফাটাতাম। আমার প্রিয় উৎসব ছিল দীপাবলি। কিন্তু পরবর্তীকালে যখন আমি আমার পরিবারের থেকে আলাদা হয়ে যাই, তখন দীপাবলি উদযাপন বন্ধ করে দিই। আসলে খুব কষ্ট হতো। পরে আর কখনও দীপাবলি উদযাপন করিনি।’
এদিকে ২০২৪ সালের একটি সাক্ষাৎকারে দিলজিৎ তার বাবা-মায়ের সম্পর্ক ভাঙার কথা উল্লেখ করেছিলেন। দিলজিৎ জানান, ছোটবেলায় তার বাবা-মা তাকে লুধিয়ানায় এক আত্মীয়ের বাড়িতে থাকতে পাঠিয়েছিলেন। যাতে তিনি পড়াশোনা করতে পারেন, ভালো ভাবে মানুষ হন।
দিলজিৎ বলেন, ‘আমি ১১ বছর বয়সে আমার বাড়ি ছেড়ে মামাদের সঙ্গে থাকতে শুরু করি। নিজের গ্রাম ছেড়ে শহরে পা রাখি, লুধিয়ানা যাই। বাবা-মাকে মামা বলেছিলেন, ‘ওকে আমার সঙ্গে শহরে পাঠিয়ে দাও।’ আমার বাবা-মাও এককথায় রাজি হয়ে যান। আমার মতামতও নেননি একবার। আমি ফোন করতাম। একটা সময়ে সেটাও বন্ধ হয়ে যায়। আমি আমার পরিবার থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করি।’
একটা ছোট্ট ঘরে একা থাকতেন দিলজিৎ। শুধু স্কুল আর বাড়িই ছিল তার গন্তব্য। বাড়িতে টিভি ছিল না। মোবাইল ফোন তো দূরের কথা। স্কুলে পড়ার সময় থেকেই তিনি লুধিয়ানার স্থানীয় অনুষ্ঠানে গান গাইতে শুরু করেন। তার পরে ধীরে ধীরে জায়গা করে নেন দর্শকের মনে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225