
রাজধানীর পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন থানায় দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক নুর ইসলাম। বুধবার, ১৯ নভেম্বর রাতে সাড়ে আটটার দিকে সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং থানার গেটের সামনে আরও একটি বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের একাংশ দ্রুত আশ্রয় খোঁজেন।
ঘটনার সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা কালশী ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা মোটরসাইকেলে দ্রুত এলাকা ত্যাগ করে। পুলিশ জানায়, এই হামলা জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি হলেও সাধারণ পথচারীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যায়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “বিস্ফোরণের সময় এএসআই নুর ইসলাম থানার গেটের সামনে দায়িত্বে ছিলেন। বিস্ফোরণে তিনি আহত হন এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।” তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত জোরদার করা হয়েছে।
পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা বাড়তে থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয় বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউনিট পাঠাই, তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।”
পুলিশ বলছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে একাধিক স্থানে হামলার চেষ্টা চলছে। এর আগে মঙ্গলবার, ১৮ নভেম্বর রাত ১১টার দিকে আগারগাঁওয়ে শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে পার্কিং করে রাখা একটি গাড়িতে আগুন লাগানো হয়। এ ছাড়া বিভিন্ন জেলায় ট্রেন ও ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
ডিএমপি জানায়, রাজধানীজুড়ে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। নাগরিকদের উদ্দেশে ডিএমপির অনুরোধ, এ ধরনের দুষ্কৃতকারীদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে নিকটস্থ থানায় যোগাযোগ বা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করতে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225