পাথারিয়া পাহাড়, হাকালুকি পারের নতুন নায়ক কে হবেন ?

- আপডেট সময়ঃ ০১:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৭ বার পড়া হয়েছে।

মৌলভীবাজার ১আসন বড়লেখা উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন এবং জুড়ী উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। হাওর, পাহাড় ঘেরা প্রাকৃতিক মনোরম সুন্দরে ঘেরা মৌলভীবাজার-১ আসন।
এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন ৩জন। তারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ সভাপতি, ১৮সালে নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত নাসির উদ্দিন আহমদ মিঠু, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আবিদ চৌধুরী।
এ ছাড়া জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী,জামাতের কেদ্রীয় নেতা মাওলানা আমিনুল ইসলাম এবং খেলাফত মজলিসের কাতার শাখার নেতা, কাতার প্রবাসী মৌলভী লোকমান আহমদ। জাপার কেদ্রীয় সদস্য আহমদ রিয়াজ। জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম ও এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুন নুর তালুকদার।
স্বাধীনতা পরবর্তী এ আসনে বিএনপি দুইবার, আওয়ামিলীগ বিতর্কিত ১৪,১৮,২৩ সালের নির্বাচন মিলিয়ে সাতবার ও জাতীয় পার্টি তিনবার এই আসনে জয়লাভ করে। চা বাগান ঘেরা এলাকা হবার কারণে চা শ্রমিকদের আওয়ামিলীগের রির্জাভ ভোট ব্যাংক এখনো রয়েগেছে। অতিতে এই আসন আওয়ামিলীগের শক্ত ঘাটি ছিল। এ আসনে আওয়ামিলীগের দূর্গে বার বার আঘাত হানেন সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত এডঃ এবাদুর রহমান চৌধুরী, চারবার বিএনপি ও জাপা মিলিয়ে এই আসনে এমপি নির্বাচিত হন। ৮৬সালে প্রয়াত আওয়ামিলীগ নেতা ইমান উদ্দিন জাতীয় পার্টি থেকে নির্বাচন করে এই আসনে এমপি নির্বাচিত হন। জামাতে ইসলামী এ আসনে অতিতে নির্বাচন করলেও এখনো পর্যন্ত নির্বাচিত হতে পারেনি।
বিএনপি তিন প্রার্থী মিঠু,সাজু,জহরতকে নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতা কর্মীরা কে পাবেন গ্রীন সিগনাল, কে পাবেন দলীয় মনোনয়ন। তৃণমূলের নেতাকর্মীদের দাবি দল যাকে মনোনয়ন দিবে তারা তার পক্ষেই কাজ করবেন। মিঠু দলের চরম দূরদিনে নির্বাচন করে ৭০হাজারের মত এ আসনে ভোট পেয়েছেন। তিনি বর্তমানে এলাকায় সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। সাজু দীর্ঘ দিন মিথ্যা মামলায় প্রবাসে ছিলেন, বর্তমানে তৃণমূলের নেতাকর্মী ও ভোটাদের দরজায় কড়া নাড়ছেন।
জামাতের আমিনুল ইসলাম এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন হাট বাজার ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। জাপা নেতা আহমেদ রিয়াজ এ আসনে বার বার নির্বাচন করলেও জয়ের মুখ দেখতে পারেনি তবে প্রবাসী ও সাধারণ মানুষের কাছে তিনি খুবই জনপ্রিয়। নতুন দল হিসেবে এখনো পর্যন্ত নিবন্ধন না পেলেও এনসিপি প্রার্থী হতে পারেন জেলা যুগ্ম সমন্নয়কারী তামিম আহমদ। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুন নূর তালুকদারও নির্বাচন করতে আশাবাদী।