প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়েরটেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সংগঠক জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং বিচারের জানিয়ে শ্রীমঙ্গলে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের কলেজ সড়ক, চৌমুহনা চত্বর, স্টেশন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন প্রাঙ্গনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয় ।
এতে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা বদরুজ্জামান রুহেল, আলামিন হোসেন, তুষার আহমেদ শাহিন,মো. জামাল হোসেন, পৌর ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম নূর, মো. শাহাদাত হোসেন আকাশ, কলেজ ছাত্রদল নেতা মো. সামাদ খান, মো. মোবারক হোসেন, মো. আরমান হোসেন নিয়াজ, মো. রায়হান শিকদার, মো. জুবায়েরসহ ছাত্রদলের নেতা কর্মীরা।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT