ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন, দেশ ও জাতির কল্যাণে জুলাই ঐক্য সমুন্নত রাখতে হবে এবং ফ্যাসিবাদ ঠেকাতে সংসদে নিম্নকক্ষ ও উচ্চকক্ষে পি আর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। না হয় দেশে গণ আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। স্বাধীনতা পরবর্তী দেশের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি। সংবিধানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে কথা উল্লেখ রয়েছে। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিগত ৫৪ বছরে কেউ গণভোট দিয়ে, কেহ সামরিক আইন জারি করে, কেহ শপথ ছাড়া নিজে নিজেই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এটার নাম গণতন্ত্র নয়। বিশ্বের ৯১টি দেশে পি আর পদ্ধতি চালু রয়েছে। এই পদ্ধতিতে ভোটারের ভোটের মূল্যায়ন হয়। ভোট কেন্দ্র দখল না, কালো টাকার দৌরত্ব থাকেনা। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে সহ রাজনৈতিক দলগুলের পক্ষ থেক জুলাই সনদসহ ঐক্যমত কমিশনে যে সুপারিশ দিয়েছে তার আইনি ভিত্তি দিতে হবে। সেই ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন হবে অন্যথায় গণ ভোট। এর বাহিরে কোন কিছুই মানা হবে না শুধু হবে আন্দোলন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে নগরীর সুরমা টাওয়ারের মহানগর কার্যালয়ে আয়োজিত নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে ডা. রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বোরহান উদ্দীন পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ সভাপতি হাফেজ মাওলানা অব্দুস শহীদ, হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মকবুল হোসাইন, আইন বিষয়ক সস্পাদক এস.এম সামছুল আলম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ সাদিরুল ইসলাম মোল্লা, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মকসুদ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন আহমদ, নির্বাহী সদস্য মোঃ আব্দুল জাহের প্রমুখ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT