ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন, পিআর পদ্ধতি নিশ্চিত করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তিনি বলেন, পিআর পদ্ধতি বা আনুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশের জনগণের মতামতের শাসনব্যবস্থাকে শক্তিশালী করবে এবং ভোটারদের মতামতের প্রতিফলিন থাকবে। পিআর পদ্ধতি হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে, এই পদ্ধতিতে একটি নির্বাচনে প্রতিটি ভোট সমানভাবে প্রতিনিধিত্ব থাকে। পিআর পদ্ধতিতে দেশের কারো ভোট নষ্ট হবে না। বিদ্যমান পদ্ধতিতে সামান্য ভোটের ব্যবধানেই যে কেউ বিরাট সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়। অল্পতেই কোন দলের বিপর্যস্ত হয় আবার কোন দল সীমাহীন ক্ষমতা পেয়ে যায়। পিআর পদ্ধতিতে তা হবে না, প্রচলিত নির্বাচন ব্যবস্থায় দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, ভোট জ্বালিয়াতির প্রবনতা বেশি হয় সহিংসতার থাকে ব্যাপক। পিআর পদ্ধতিতে এই সম্ভাবনা কম। পিআর পদ্ধতি ব্যবস্থায় তুলনামূলক যোগ্য ও মেধাবীরা রাষ্ট্র পরিচালনা করবে।
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনীদের দৃশ্যমান বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে গণসমাবেশ সফলে নগরীর বিভিন্ন সড়কে জনসাধারণের কাছে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারী আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ রফিক আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ বদরুল হক, মহানগর সভাপতি মুহাম্মাদ জাকির হোসাইন, সহ-সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভপতি মুহাম্মাদ আলবাবুল হক চৌধুরী, মহানগর যুব আন্দোলন বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ শাহিদুল ইসলাম, জেলা বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়সল আহমদ, ইসলামী আন্দোলন কোতয়ালি থানা শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জালালাবাদ থানা শাখার আহবায়ক মুহাম্মাদ সোহেল আলী প্রমুখ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT