সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

পিঠা উৎসব বাঙ্গালির সংস্কৃতির অংশ: বিয়ানীবাজারের ওসি

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১১:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ১০১ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেছেন, পিঠা উৎসব বাঙ্গালির চিরায়ত সংস্কৃতির অংশ। পুরনো এসব সংস্কৃতি এবং ঐতিহ্যকে আমাদের লালন করতে হবে। নতুন প্রজন্মকে বাঙ্গালির সকল ঐতিহ্যের সাথে পরিচিত করতে হবে। তিনি বলেন, সকল উৎসবকে লালন করলে হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার সম্ভব। এতে নতুন প্রজন্ম প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি তাদের ঐতিহ্যগত কৃষ্টি লালন করতে আগ্রহী হবে।

বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে পিঠা উৎসব-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি মো: ওমর ফারুক উপরোক্ত কথাগুলো বলেন।

শনিবার বিয়ানীবাজার প্রেসক্লাবের সামনে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম ।

সংগঠনের সভাপতি এম এ ওমরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হক দিলুর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সৈয়দ মুনজের হোসেন বাবু, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি সামিয়ান হাসান, সাদিক হোসেন এপলু, জসীম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আহমদ এহসানুল কাদির, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, আলম শাওন, সরোয়ার খান, অরুণ বৈদ্য, অজয় বর্মন, মুশফাক আহমদ, আরিফ হোসেন বাবুল, সুয়েব আহমদ, সালেহ আহমদ, আবুল হাসান আহমদ, মুমিনুর রহমান রিপন, আবু ইনাম সানজু, বায়েজিদ মাহমুদ প্রমুখ।

উৎসব কমিটির আহবায়ক ইমাম হাসনাত সাজু ও সদস্য সচিব আব্দুল কাদির রাজু আগত অতিথিদের অভ্যর্থনা জানান।

পিঠা উৎসব পরিদর্শন করেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক শিমুল, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদব মারুফ আহমদ, মাইলস্টোনের পরিচালক সালেহ আহমদ শাহীন, ইউপি সদস্য সাদিকুর রহমান, ব্যবসায়ী তারেক আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন