জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি।
এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংগীত শিল্পী এক পোস্ট দিয়ে উল্লেখ করেছেন যে, ‘পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক ভালোবাসা কন্যা সন্তান।
আসিফ আকবর লিখেছেন, আমি বিশ্বাস করি মেয়ের বাবা হতে পারা এক জীবনের পূর্ণতা। পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক ভালোবাসা কন্যা সন্তান। স্বয়ং আল্লাহ কন্যা সন্তান দান করে খুশী হন। ৩৪ মাস বয়সী মেয়ে আমার, জীবনের মোড় ঘুরিয়ে দেয়া নীহারিকার মত এক ধূমকেতু আইদাহ্ আসিফ রঙ্গন।
আসিফ আরও লিখেছেন, কন্যাসন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল। রঙ্গন সবসময়ই আমার প্রিয় ফুল। এ জন্যই ওর মা মেয়ের নাম রেখেছে রঙ্গন। ফুললেদের আলতো আদরেই রাখতে হয়। পুরুষের জীবনে নারী কন্যা- প্রেমিকা/ জায়া-জননী রূপে বারবার ফিরে আসবেই। আমার মেয়ে আইদাহ্ এর ব্যতিক্রম নয়, সে এক অদ্ভুত মায়া!
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225