পোস্টাল ভোট : নিবন্ধন ছাড়াল সাড়ে ৯ লাখ

- আপডেট সময়ঃ ০২:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১২৬ বার পড়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দিতে এখন পর্যন্ত ৯ লাখ ৫৩ হাজার ২১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। সোমবার বিকেল ৪টা ২৬ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী এতো জন ভোটার নিবন্ধন করেছেন।
প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৪৭ হাজার ৭৯১ জন ও নারী ভোটার ১ লাখ ৫ হাজার ৪২৪ জন রয়েছেন।
এর আগে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী মতে, প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৭৬ হাজার ৭৫৫ জন, যা সর্বোচ্চ। এ ছাড়া, কাতারে ৬৩ হাজার ৭৩৯, মালয়েশিয়ায় ৫১ হাজার ১৭০, ওমানে ৪৭ হাজার ৬৭, সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ১৭৯ ও যুক্তরাষ্ট্রে ২৭ হাজার ৮৭ জন ভোটার নিবন্ধন করেছেন।
দেশের ভিতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৩ লাখ ৪৬ হাজার ১১০ জন ভোটার। জেলাভিত্তিক শীর্ষে রয়েছে কুমিল্লা ৭৮ হাজার ২৭৪ জন, ঢাকায় ৭১ হাজার ৪৬২, চট্টগ্রামে ৬৭ হাজার ৪৭৩, নোয়াখালীতে ৪৫ হাজার ৭৮ ও সিলেটে ৩২ হাজার ৪৮০ জন
আসনভিত্তিক শীর্ষে ফেনী-৩ আসনে ১৩ হাজার ৬২ জন নিবন্ধন করেছেন, চট্টগ্রাম-১৫ আসনে ১০ হাজার ৪৮৭, নোয়াখালী-১ আসনে ১০ হাজার ৪১৯ জন ও কুমিল্লা-১০ আসনে ১০ হাজার ২৭৩ জন ।
৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন: প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
ইসি বুধবার এই সময়সীমা বৃদ্ধি করেছে- ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
সিলেট-৬ আসনে ফয়সল আহমদ চৌধুরী ধানের শীষের প্রার্থী ছিলেন।










