
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকীয় অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে আগে আরও ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এ ছাড়া ডিএমপি জানিয়েছিল, মোট ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।
ঘটনাটি তেজগাঁও থানায় দুটি পৃথক মামলার মাধ্যমে তদন্তাধীন। একটি মামলায় অজ্ঞাতনামা ৫০০ জনকে এবং অন্য মামলায় ৪০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশি তদন্তের পর ধাপে ধাপে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকীয় ও কর্মীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225