০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

প্রথম ম্যাচ হারলেও সিরিজ জেতার বিশ্বাস সাকিবের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। তবে বাকি দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নেওয়ার বিশ্বাস আছে পেসার তানজিম হাসান সাকিবের। বাংলাদেশের এই ক্রিকেটার সেই আত্মবিশ্বাস পেয়েছেন নিজেদের সবশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজের জয় থেকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিম সাকিব বলেন, ‘আমরা শুরু থেকেই প্রস্তুত ছিলাম। আমাদের আত্মবিশ্বাস ছিল (এই সিরিজেও ভালো করব), কারণ আমরা ভালো করছিলাম টি-টোয়েন্টিতে। আজকে হেরে গেছি, খারাপ দিন ছিল, পরের ২ ম্যাচে আমরা কামব্যাক করব ইনশা-আল্লাহ। এখানে আর ব্যাকফুটে যাওয়ার চান্স নাই। আর এক ম্যাচ হারলেই সিরিজ হেরে যাব। ঘরের মাঠে খেলা অবশ্যই চেষ্টা করব সিরিজ জেতার। বিদেশে যেহেতু জিতে এসেছি, এখানে আমাদের বাড়তি সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই চেষ্টা থাকবে।’

তবে ব্যাটিংয়ে ঘাটতি দেখছেন সাকিব, ‘আমি মনে করি আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাট করা যেত শুরুতে। তামিম খুব ভালো শুরু পায়। সব মিডলড হচ্ছিল ব্যাটে। কিন্তু মিডল অর্ডার নিয়ে অবশ্যই চিন্তিত। যদি খেলাটা আরও একটু গভীরে নেওয়া যেত, সুযোগও ছিল। এখানে আরও দায়িত্ব নিতে হবে। (বারবার ব্যাটিং ব্যর্থতার কারণ) এটা আসলে ব্যাটাররাই ভালো ব্যাখ্যা করতে পারবে, এই উত্তরটা আমার কাছে নাই।’পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোয় আফসোস সাকিবের, ‘(চট্টগ্রামে) যখন বিপিএল খেলতে আসি, এরকম রান চেজ করার মতো। বেশিরভাগ ম্যাচেই ১৬০+ হয় এখানে। ফলে ১৬০ অবশ্যই চেজ করার মত। ব্যাটারদের মধ্যেও আত্মবিশ্বাস ছিল। আমার মনে হয় ব্যাকফুটে চলে গেছি পাওয়ারপ্লেতে ৪টা উইকেট হারানোয়। সেখানে ২ উইকেট পড়লেও, পরের দিকে ব্যাটারদের কেউ থাকলে ইজিলি চেজ হয়ে যেত। পরের দিকে তো আমি ব্যাট করেছি, এই জায়গায় ব্যাটারদের কেউ থাকলে চেজ করা যেত।’

ব্যাটিংয়ের সময় গ্যালারিতে সাকিবের নামে স্লোগান চলছিল। মনোযোগ ধরে রেখে স্কোরবোর্ড উন্নত করায় নজর ছিল এই বোলিং অলরাউন্ডারের, ‘হ্যাঁ, কানে আসছে। অবশ্যই শুনেছি। আমি চিন্তা করছিলাম পরের বলে কী হতে পারে। ওইটা বেশি চিন্তা করছিলাম। স্কোরবোর্ডে দেখছিলাম কী সমীকরণ। আরেকটু টেনে নেওয়া যেত। আমি একটু তাড়াহুড়া করে ফেলছিলাম।’
নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন