
বাংলাদেশ খেলাফত সিলেট মহানগর শাখার উদ্যোগে সোমবার (২৪ নভেম্বর) দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস লালদিঘীরপাড়স্থ কার্যালয়ে শাখা সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার এবং প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সুরা মুমিনুনের প্রথম ১০ আয়াত থেকে দারসুল কোরআন পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় শূরা সদস্য ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, সংগঠনের নিয়মিত কাজ বিষয়ক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কর্মীর বৈশিষ্ট গুনাবলি ও কাজ নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, প্রশিক্ষণের অন্যান্য কর্মসূচী মধ্যে ছিল সাধারণ প্রশ্নোউত্তর, মুহাসাব, মান্নোনয়ন, হেদায়েতী বক্তব্য ও দোয়া।
প্রশিক্ষণ মজলিসে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলীয় নায়েবে আমির বর্ষিয়ান রাজনীতিবীদ জননেতা আলহাজ্ব মাওলানা রেজাউল করিম জালালী, বিশেষ অতিথি কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি শায়খ মাওলানা ইকবাল হোসাইন, মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মুফতি মাওলানা আলী আহমদ, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, মাওলানা ডাঃ মোস্তাফা আহমদ আজাদ, মাওলানা জিলাল আহমদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলান সৈয়দ শুয়াইব আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম, অফিস সম্পাদক হাফিজ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, সমাজকল্যাণ সম্পাদক ক্বারী মাওলানা আবুল হোসাইন, আব্বাস জালালী, মাওলানা জহুরুল হক, মোহাম্মদ সিকন্দর আলী, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা আবুল কালাম, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা কমর উদ্দিন জালালাবাদী প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই সংগঠনের দাওয়াতিক কার্যক্রমকে হেকমতের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তিনি বলেন প্রশিক্ষণের মাধ্যমেই দক্ষ জনশক্তি গড়ে তুলা সম্ভব হবে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225