০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

প্রশিক্ষন মানুষের মেধাকে শানিত করে: আরিফুল হক চৌধুরী

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ১০:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ৮৪ বার পড়া হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রশিক্ষন মানুষের মেধাকে শানিত করে তুলে। তাই প্রশিক্ষনের বিকল্প নেই। প্রশিক্ষণের ধারাবাহিকতা থাকলে অনেকেই সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে। বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশন (বিএইচআরজেসি) আয়োজিত ‘বেসিক ট্রেনিং অন জার্নালিজম’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইফুর তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের নানা ত্রুটি বিচ্যুতি তুলে ধরেন। সঠিক সাংবাদিকতাই পাল্টে দিতে পারে এদেশের চিত্র। তাই সঠিক এখন প্রয়োজন সঠিক সাংবাদিকতা। দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, নয়া দিগন্তের ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, দৈনিক সমকালের ব্যুরো ইনচার্জ মুকিত রহমানী, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান গুলজার আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের তথ্য কর্মকর্তা শাকিল আহমদ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক জহিরুল ইসলাম, একডোর নির্বাহী পরিচালক লক্ষী কান্ত সিংহ, ব্যাংকার রাজু আহমদ, স্টুডেন্ট হোম ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান ই এম এইচ মিলন, সানসিল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম, গণমাধ্যম কর্মী কুয়েস আহমদ সাগর, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, কমিশনের দপ্তর সম্পাদক তাইনুল ইসলামের পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন কমিশনের কোষাধ্যক্ষ ইউসুফ আলী।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন