০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

ফাঁকা ঢাকার নিরাপত্তায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে

ডেস্ক নিউজ:
  • আপডেট সময়ঃ ০৬:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে।

ঈদের সময়ে চুরি-ছিনতাই বেড়ে যায়। প্রতি বছরই এই চিত্র দেখা যায় ঢাকায়।বিষয়টি মাথায় রেখে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চেৌধুরী।

ঈদের ৫০০ পেট্রোল টিম কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদুল আজহার দিন রাজধানীর অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০ পেট্রোল টিম কাজ করবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঈদের ছুটিতে যাননি। তারা সারা দেশেই মাঠে রয়েছেন।

শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের পেট্রোল টিম অলিগলিতেও কাজ করবে। গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ, কোনও তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় জানান। ছোটখাটো ঘটনাও যেন না ঘটে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।’

বিভিন্ন ঘটনায় থানায় মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কোনও অভিযোগের মামলা না নেওয়া হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সিলেট বিভাগে পাইলট প্রকল্প হিসেবে অনলাইন জিডি চালু করা হয়েছে। ভবিষ্যতে অনলাইন জিডি ও মামলার ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে।’

অপরাধী গ্রেফতারের পর তারা আবার অপরাধে জড়ায়— এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি আদালতের বিষয়। কিছুদিন আগে শীর্ষ সন্ত্রাসী ছাড়া পেয়েও আবার অপরাধে জড়িয়েছে। তাকে আবার আইনের আওতায় আনা হয়েছে। কেউ আইন ভাঙলে তাকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।’

শেষে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘এবার নিরাপত্তা নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট। কোনও ধরনের ঝুঁকি আমরা রাখতে চাই না।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

ফাঁকা ঢাকার নিরাপত্তায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে

আপডেট সময়ঃ ০৬:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

ঈদের সময়ে চুরি-ছিনতাই বেড়ে যায়। প্রতি বছরই এই চিত্র দেখা যায় ঢাকায়।বিষয়টি মাথায় রেখে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চেৌধুরী।

ঈদের ৫০০ পেট্রোল টিম কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদুল আজহার দিন রাজধানীর অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০ পেট্রোল টিম কাজ করবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঈদের ছুটিতে যাননি। তারা সারা দেশেই মাঠে রয়েছেন।

শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের পেট্রোল টিম অলিগলিতেও কাজ করবে। গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ, কোনও তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় জানান। ছোটখাটো ঘটনাও যেন না ঘটে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।’

বিভিন্ন ঘটনায় থানায় মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কোনও অভিযোগের মামলা না নেওয়া হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সিলেট বিভাগে পাইলট প্রকল্প হিসেবে অনলাইন জিডি চালু করা হয়েছে। ভবিষ্যতে অনলাইন জিডি ও মামলার ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে।’

অপরাধী গ্রেফতারের পর তারা আবার অপরাধে জড়ায়— এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি আদালতের বিষয়। কিছুদিন আগে শীর্ষ সন্ত্রাসী ছাড়া পেয়েও আবার অপরাধে জড়িয়েছে। তাকে আবার আইনের আওতায় আনা হয়েছে। কেউ আইন ভাঙলে তাকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।’

শেষে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘এবার নিরাপত্তা নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট। কোনও ধরনের ঝুঁকি আমরা রাখতে চাই না।’

নিউজটি শেয়ার করুন