সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

‘ফিতা সবাই কাটে, আমি কাটলেই বলে ফিতা কাটা নায়িকা’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ৭৪ বার পড়া হয়েছে।

ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ ও কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ নামের দুটি নতুন সিনেমার শুটিং চলছে তার। এরইমধ্যে অভিনেত্রীর একটি ফেসবুক স্টোরি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে নেটদুনিয়ায়।মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজের ফেসবুক স্টোরিতে অপু বিশ্বাস লেখেন, ‘ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে, ফিতা কাটা নায়িকা’, সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি।

তার এই পোস্ট প্রকাশের পরপরই শুরু হয় নানা জল্পনা। ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশ অপুর এই বক্তব্যের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিতে শুরু করেন। কেউ কেউ মন্তব্যটিকে ইঙ্গিতপূর্ণ ধরে নিয়ে বলছেন, এটি নাকি চিত্রনায়িকা শবনম বুবলীকে উদ্দেশ্য করেই দেওয়া।মাঝখানে বেশ কিছুদিন সিনেমার কাজে অপু বিশ্বাসকে নিয়মিত দেখা যায়নি। সে সময় বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের ফটোশুট ও ফিতা কেটে উদ্বোধনের অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তবে অপু বিশ্বাস এসব সমালোচনায় কান না দিয়ে নিজের মতো করেই কাজ চালিয়ে গেছেন।

এদিকে অপু বিশ্বাসের পর আরও কয়েকজন ঢালিউড তারকাকে বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে। সেই তালিকায় রয়েছেন শবনম বুবলীও।

গতকাল মঙ্গলবার রাতেও একটি প্রতিষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। ফলে অপু বিশ্বাসের ফেসবুক স্টোরির মন্তব্যটি বুবলীকে ঘিরেই করা, এমন ব্যাখ্যা দিয়ে নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এছাড়া বুবলীর ভক্তদের একটি অংশ অপু বিশ্বাসের এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি বলেও জানা গেছে।যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি শবনম বুবলী। তবে অতীত অভিজ্ঞতা বলছে, এই স্টোরিকে ঘিরে যে কোনো সময় পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে—এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন