০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

‘ফিরোজার’ সেদিন আর এইদিন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৪:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ১০২ বার পড়া হয়েছে।

২৯ ডিসেম্বরের ছবিটির সঙ্গে বিস্তর ফাঁরাক আজকের দিনের ছবির—সংগৃহীত ছবি

দুটি ছবির নেপথ্যে বড় দুটি গল্প। একটা লাঞ্ছনা, চাপা কষ্ট, হতাশা আর আক্ষেপের। অপরটি ভালোবাসা, ক্ষমতা আর সুযোগ-সুবিধার। এই দিনের সঙ্গে সেই দিনের বিস্তর ফাঁরাক। খালেদা জিয়ার বাসা ফিরোজার সামনে সেদিন অর্থাৎ ২০১৩ সালের ২৯ ডিসেম্বরের রাখা হয়েছিল বালুর ট্রাক। আজ সাবেক দেশ প্রধানকে স্বাগত জানাতে আসা উৎসুক জনতার ভিড়। বাঁধভাঙা জোয়ার আটকানোর জন্য নিরাপত্তা ব্যাষ্টনী

কোলাজ করা এই দুটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে অনেকে জুড়ে দিয়েছে দুটি শব্দ—ক্ষমতা আর একাল-সেকাল। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপির ডাকা ‘মার্চ অব ডেমোক্র্যাসি’ কর্মসূচিতে বাধা দেওয়ার লক্ষে অভিনব কৌশলে বালু বোঝাই ট্রাক রেখে খালেদা জিয়ার গুলশান কার্যালয় আটকে দেওয়া হয়। অবরুদ্ধ করা হয় বিএনপির চেয়ারপারসনকে।

এতে দলটির পূর্বনির্ধারিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি পুরোপুরি ভণ্ডুল হয়ে যায়। এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। আজ পুরো চিত্র উল্টো। রাস্তায় গণজোয়ার বইছিল মানুষের। ঢল নেমেছিল নেতা-কর্মীদের। পত্রিকা, অনলাইন, টিভি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবার আগ্রহের কেন্দ্রে ছিল খালেদা জিয়ার প্রত্যাবর্তন। স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর এখন সব পাল্টে গেছে। যে বাসায় আটকে ছিলেন খালেদা জিয়া, সেখানেই এখন তিনি সম্মানের সঙ্গে আবার উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে চার মাস পর আজ মঙ্গলবার ১০টা ৪০ মিনিটে দেশে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন। ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। জনসমাগমের উপচেপড়া ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলে ধীর গতিতে। দুপুর ১টা ২৫মিনিটে গাড়িবহর পৌঁছে যায় ফিরোজা’য়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

‘ফিরোজার’ সেদিন আর এইদিন

আপডেট সময়ঃ ০৪:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

দুটি ছবির নেপথ্যে বড় দুটি গল্প। একটা লাঞ্ছনা, চাপা কষ্ট, হতাশা আর আক্ষেপের। অপরটি ভালোবাসা, ক্ষমতা আর সুযোগ-সুবিধার। এই দিনের সঙ্গে সেই দিনের বিস্তর ফাঁরাক। খালেদা জিয়ার বাসা ফিরোজার সামনে সেদিন অর্থাৎ ২০১৩ সালের ২৯ ডিসেম্বরের রাখা হয়েছিল বালুর ট্রাক। আজ সাবেক দেশ প্রধানকে স্বাগত জানাতে আসা উৎসুক জনতার ভিড়। বাঁধভাঙা জোয়ার আটকানোর জন্য নিরাপত্তা ব্যাষ্টনী

কোলাজ করা এই দুটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে অনেকে জুড়ে দিয়েছে দুটি শব্দ—ক্ষমতা আর একাল-সেকাল। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপির ডাকা ‘মার্চ অব ডেমোক্র্যাসি’ কর্মসূচিতে বাধা দেওয়ার লক্ষে অভিনব কৌশলে বালু বোঝাই ট্রাক রেখে খালেদা জিয়ার গুলশান কার্যালয় আটকে দেওয়া হয়। অবরুদ্ধ করা হয় বিএনপির চেয়ারপারসনকে।

এতে দলটির পূর্বনির্ধারিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি পুরোপুরি ভণ্ডুল হয়ে যায়। এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। আজ পুরো চিত্র উল্টো। রাস্তায় গণজোয়ার বইছিল মানুষের। ঢল নেমেছিল নেতা-কর্মীদের। পত্রিকা, অনলাইন, টিভি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবার আগ্রহের কেন্দ্রে ছিল খালেদা জিয়ার প্রত্যাবর্তন। স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর এখন সব পাল্টে গেছে। যে বাসায় আটকে ছিলেন খালেদা জিয়া, সেখানেই এখন তিনি সম্মানের সঙ্গে আবার উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে চার মাস পর আজ মঙ্গলবার ১০টা ৪০ মিনিটে দেশে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন। ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। জনসমাগমের উপচেপড়া ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলে ধীর গতিতে। দুপুর ১টা ২৫মিনিটে গাড়িবহর পৌঁছে যায় ফিরোজা’য়।

নিউজটি শেয়ার করুন