ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখতার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। এতে অন্তত ২৭ জন নিহত ও ১৪০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার আগে সেন্ট্রাল ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশের বোগো শহরের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে ১০০ বছরেরও বেশি পুরোনো একটি গির্জাসহ অনেক ভবন ধসে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের গভীরতা প্রায় ১০ কিলোমিটার এবং এই অঞ্চলে একাধিক আফটারশক রেকর্ড করেছে। যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৬ মাত্রার।
ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সেবু প্রদেশে ৩৪ লাখ লোকের বাস। ভূমিকম্পের কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সান রেমিজিওর ভাইস মেয়র আলফি রেইনস বলেছেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ নেই। আমাদের সাহায্যের প্রয়োজন। বিশেষ করে উত্তরাঞ্চলে, ভূমিকম্পে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পানির অভাব দেখা দিয়েছে।
ইতোমধ্যে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত শহরের হাসপাতালগুলো থেকে রোগীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225