০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হবিগঞ্জ

হবিগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ০৭:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ১৩৪ বার পড়া হয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জ জেলা। দ্রুত এ হামলা ও আগ্রাসন বন্ধের দাবিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করেছে।

এছাড়াও হবিগঞ্জের আইনজীবীরাও কর্মবিরতি বিক্ষেভ কর্মসূচি পালন করেছেন।সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে হবিগঞ্জ জেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নেমে বিক্ষোভ করেন ছাত্র-জনতা।

এছাড়া বিএনপি, জামায়াত এবং এনসিপির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে আলাদা আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এসব আন্দোলনে নানা শ্রেণিপেশার লোকজন অংশ নিয়েছেন। এদিকে, হবিগঞ্জ আইনজীবী সমিতির সদস্যরা সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল করে এবং পরে সমিতির কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এছাড়া সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন।

আন্দোলনে জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রুমি এবং সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট মনজুর উদ্দিন শাহীন, এডভোকেট হাফিজুল ইসলামসহ সিনিয়র আইনজীবিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর হামলায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সহযোগিতা করছে। যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম না মেনে এ হামলা মেনে নেওয়া যায় না।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হবিগঞ্জ

আপডেট সময়ঃ ০৭:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জ জেলা। দ্রুত এ হামলা ও আগ্রাসন বন্ধের দাবিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করেছে।

এছাড়াও হবিগঞ্জের আইনজীবীরাও কর্মবিরতি বিক্ষেভ কর্মসূচি পালন করেছেন।সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে হবিগঞ্জ জেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নেমে বিক্ষোভ করেন ছাত্র-জনতা।

এছাড়া বিএনপি, জামায়াত এবং এনসিপির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে আলাদা আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এসব আন্দোলনে নানা শ্রেণিপেশার লোকজন অংশ নিয়েছেন। এদিকে, হবিগঞ্জ আইনজীবী সমিতির সদস্যরা সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল করে এবং পরে সমিতির কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এছাড়া সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন।

আন্দোলনে জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রুমি এবং সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট মনজুর উদ্দিন শাহীন, এডভোকেট হাফিজুল ইসলামসহ সিনিয়র আইনজীবিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর হামলায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সহযোগিতা করছে। যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম না মেনে এ হামলা মেনে নেওয়া যায় না।

নিউজটি শেয়ার করুন