১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ফুটপাত ও রাস্তায় অরক্ষিত অবস্থায় গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধে স্মারকলিপি প্রদান

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৮:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭৫ বার পড়া হয়েছে।

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তায় অরক্ষিত অবস্থায় গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে সিলেট প্রেমী সচেতন নাগরিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সিকস’র উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ জামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, অর্থ সম্পাদক পিযোষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, যুবনেতা মখছুছুর রহমান, হাফিজ সৈয়দ শিব্বির আলী ও সমাজকর্মী আশরাফুল ইসলাম।

স্মারকলিপির উল্লেখ করা হয়, সিলেট মহানগরীর বিভিন্ন ফুটপাত ও রাস্তার পার্শে¦ টি-স্টল, হোটেল, রেস্তোরা সহ বিভিন্ন দোকানে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। যার ফলে নগরীতে ফুটপাত ও রাস্তায় ঝুঁকি নিয়ে জনসাধারণ চলাচল করছেন। ফুটপাত ও রাস্তায় যত্রতত্র গ্যাস সিলিন্ডার ব্যবহারের ফলে জনসাধারণ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন। অথচ একেকটি সিলিন্ডার একেকটি বোমার মতো। অনেক জায়গায় মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। ফলে যেকোনো সময় এসকল সিলিন্ডার বিস্ফোরণে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা ও শতাধিক হতাহতের ঘটনা। তাই অনতিবিলম্বে এসকল অরক্ষিত ও মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। লক্ষ্য করা যাচ্ছে সিলেটের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ এলাকা জল্লারপারে বৈদ্যুতিক ট্রান্সমিটারের নিচে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় গ্যাস সিলিন্ডার দিয়ে দায়সারাভাবে চলছে টি স্টলের কার্যক্রম। এর পাশেই ফুটপাতে গ্যাস সিলিন্ডার রেখে চলছে হোটেল ব্যবসা। নগরীর বিভিন্ন জায়গায় ফুটপাত ও রাস্তায় টি-স্টল, চটপটির দোকান, ফাস্টফুডের দোকানে অরক্ষিত অবস্থায় গ্যাস সিলিন্ডার দিয়ে প্রতিনিয়ত চলছে ব্যবসা। এছাড়াও সিলেটের ডাক্তারপাড়া খ্যাত স্টেডিয়াম মার্কেটে অসংখ্য ডাক্তারের চেম্বার, হাজার হাজার রোগী ও ঔষধ সহ বিভিন্ন ধরনের দোকানে সামনে গ্যাস সিলিন্ডার দিয়ে ব্যবসা পরিচালনা করছেন ভাসমান ব্যবসায়ীরা। যেকোনো সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ফুটপাত ও রাস্তায় অরক্ষিত গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধে তদন্ত সাপেক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আপনার দৃঢ় হস্তক্ষেপ কামনা করছি। ইতিমধ্যে সিলেট মহানগর ও জেলার নাগরিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমস্যা দূরীকরণে মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। আমরা নগরবাসী যার জন্য কৃতজ্ঞ। বর্তমানে সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের অভিযানের জন্য আন্তরিক অভিনন্দন। সিলেট মহানগরীরর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত আপনাদের এই অভিযান সবসময়ই অব্যাহত থাকে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন