সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বুধবার (২২ অক্টোবর) বেলা ১২.৪৫ ঘটিকায় সিলেট মহানগরীর কতিপয় দোকানদার কর্তৃক দখলকৃত ফুটপাত দখলমুক্ত করার দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে সিসিক’র সচিব মোঃ আশিক নূরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মোঃ জুয়েল মিয়া, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, সিলেট নগরপ্রেমী নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজাদ চৌধুরী, শংকর বিশ্বাস, এড. মুহাম্মদ কামাল মিয়া ও শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।
স্মারকলিপিতের উল্লেখ করা হয়, হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরাণ (রহঃ) এর আধ্যাত্মিক স্মৃতি বিজড়িত পূণ্যভূমি, প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। ২০২৪ খ্রীষ্টাব্দের ৫ আগস্ট থেকে বাংলাদেশের নতুনভাবে পথচলা শুরু হয়। ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য হারিয়ে যাওয়া গণতন্ত্র ও সার্বজনীন শান্তি ফিরে পেয়েছে বাংলাদেশ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহতদের প্রতি ও সকল আহতদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি ঘুষখোর, দুর্নীতিবাজ, লুটেরা, সরকারী অফিসের দালাল, দেশী-বিদেশীদের ভূমি অন্যায়ভাবে আত্মসাৎকারী ও চাঁদাবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবী জানাচ্ছি। আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটে প্রতিদিন বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য লোকজন যাতায়াত করেন। শিকড়ের টানে সিলেটের অসংখ্য নাগরিক প্রবাস থেকে দেশে প্রত্যাবর্তন করেন। সিলেট মহানগরীর স্থানীয় বাসিন্দা সহ লক্ষ লক্ষ সাধারণ জনগণ বিভিন্ন কাজে নগরীতে প্রতিনিয়ত চলাচল করেন। নগরীা ফুটপাতে স্বাচ্ছন্দে চলতে গিয়ে বাঁধসাধে। বর্তমান সময়ে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার জন্য আপনাদের অভিযান অব্যাহত। সিলেট মহানগরীর প্রধান সড়কগুলোর প্রায় ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ফুটপাতে চলতে গিয়ে সিলেটবাসী স্বস্তিতে। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। ফুটপাত থেকে ভাসমান ব্যবসায়ীদের সড়ানো হলেও সিলেট মহানগরীর ফুটপাতের পাশের্^ অবস্থিত কতিপয় দোকানদার কর্তৃক সাটারের বাহিরের ফুটপাতে পণ্য রেখে ফুটপাত দখল করে রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। দোকানদার কর্র্তৃক সাটারের বাহিরে পণ্য রাখার ব্যাপারে কার্যরক পদক্ষেপ গ্রহণ খুবই প্রয়োজন। পাশাপাশি এখন অনেক জায়গায় দেখা যায় মার্কেট ও রাস্তার পাশের্^র কতিপয় দোকানদার দোকানের কাউন্টার সাটারের সাথে রেখে ফুটপাতে ক্রেতাদের কাছে দাঁড় করিয়ে পণ্য বিক্রি করছেন। এসব দোকানদারদের দোকানের অন্তত ৩ ফুট ভিতরে কাউন্টার রেখে নিজ দোকানে ক্রেতাদের কাছে পণ্য বিক্রির ব্যবস্থা করতে আপনার দৃঢ় হস্তক্ষেপ কামনা করছি। সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা পূর্ণরূপে দিনে-রাতে ২৪ ঘন্টা দখলমুক্ত দেখতে চাই আমরা সিলেট মহানগরবাসী। ফুটপাতে হাঁটতে চাই স্বাচ্ছন্দ্যে আর রাস্তায় বাহন নিয়ে চলতে চাই নির্বিঘ্নে ও নিরাপদে। ফুটপাতে স্বাচ্ছন্দে হাঁটতে গিয়ে প্রায় জায়গার উঁচু-নিচু ও ঢাল অংশকে সমান্তরাল করা খুবই জরুরী হয়ে দাঁড়িয়েছে। ফুটপাতে হাঁটার ক্ষেত্রে ফুটপাত সংস্কার করে সমানভাবে ফুটপাতে হাঁটার ব্যবস্থা করতে আপনার সুদৃষ্টি কামনা করছি।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225