বিয়ানীবাজার উপজেলার ফুলমলিক গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকার দীর্ঘদিনের সমস্যার প্রেক্ষিতে অবশেষে মাঠপর্যায়ে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আমার মত এক ক্ষুদ্র সংবাদকর্মীর অনুরোধে তাঁর এই উদ্যোগ স্থানীয় জনগণের কাছে নতুন আশার আলো হিসেবে দেখা দিয়েছে। এলাকাবাসী মনে করছেন—প্রশাসনের এই সরাসরি তৎপরতা ভবিষ্যতজরুরি উন্নয়ন কার্যক্রমকে দৃশ্যমানভাবে এগিয়ে নেবে।
ইউএনওর এ পদক্ষেপের পেছনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অব্যাহত ও নিখুঁত সংবাদচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুভি বাংলা, আগামীর প্রজন্ম, সিলেট ২১, এসআরআই টিভি, ম্যাপ টিভি, এবি টিভি, এন এস নিউজ টিভিসহ স্থানীয় প্রতিবেদকদের ধারাবাহিক কভারেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি ৭১ টিভি ও সময় টিভিতে জাতীয় পর্যায়ে বিষয়টি প্রচারিত হওয়ায় বৃহত্তর জনমত তৈরি হয় এবং দ্রুত সমাধানের চাপ আরও জোরদার হয়।
এলাকার উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসী কমিউনিটির ভূমিকাও বিশেষভাবে প্রশংসিত হয়েছে। দূর প্রবাসে থেকেও তারা এলাকার প্রতিটি সমস্যা আন্তরিকভাবে তুলে ধরছেন, আর্থিকসহ নানামুখী সহযোগিতা দিয়ে আসছেন এবং সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত সচেতনতা তৈরি করছেন। তাদের এই ঐক্য, দায়িত্ববোধ ও জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ

ইতোমধ্যে জাতীয় গণমাধ্যমে গুরুত্বসহকারে উঠে এসেছে, যা স্থানীয় উন্নয়নকে ত্বরান্বিত করছে।
এদিকে নাচুরবাঁন্দা ফুলমলিক গ্রামের রফিক উদ্দিন বাচন ২০১৯ সাল থেকে এলাকার উন্নয়ন ইস্যুতে নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর দীর্ঘদিনের একাগ্রতা ও স্বেচ্ছাপ্রণোদিত তৎপরতা স্থানীয়দের কাছে বিশেষ প্রশংসা কুড়িয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন—প্রশাসনের দ্রুত অনুসন্ধান, গণমাধ্যমের সক্রিয়তা ও প্রবাসীদের ঐকান্তিক ভূমিকার সমন্বয়ে ফুল মল্লিকসহ পার্শ্ববর্তী গ্রামের উন্নয়ন এখন আর দূরের স্বপ্ন নয়; বরং বাস্তব পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
#শুভকামনায়:
এম এ ওমর :
কার্যনিবার্হী সদস্য, বিয়ানীবাজার প্রেসক্লাব ও সভাপতি, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225