ফেঞ্চুগঞ্জের ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ

- আপডেট সময়ঃ ০৮:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) ফেঞ্চুগঞ্জ উপজেলার উপজেলা সদর, ঘিলাছড়া ইউনিয়নের ঘাটেরবাজার ও পরগনাবাজার এবং মাইজগাঁও ইউনিয়নের কচুয়াবহর বাজার ও আশপাশের এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন বলেন, বিগত সরকারের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন আমেরিকা ব্রিটেনসহ আন্তর্জাতিক মহলে অসংখ্য চিঠি লিখেছেন। যার ফলে আন্তর্জাতিক মহল আওয়ামী লীগ সরকারের অপকর্মের হিস্ট্রি জানতে পেরেছে এবং ছাত্র-জনতার পক্ষে সমর্থন দিয়েছে। তিনি বলেন, ফয়েজ উদ্দিন প্রবাসে বসবাস করলেও দেশের মানুষের প্রতি তার ভালোবাসার কমতি নেই। তিনি সব সময় দেশের মানুষের খোঁজ খবর নেন এবং সব ধরণের সহযোগিতা করেন। এজন্য একজন সুশিক্ষিত জনবান্ধব নেতা হিসেবে এলাকাবাসী তাকে সংসদে দেখতে চায়। বিএনপি ফয়েজ উদ্দিনকে মনোনয়ন দিলে সিলেট ৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, যুবনেতা ইফতেখার হোসেন, শামসুল আলম, তরুণ সমাজকর্মী নাবির মোহাম্মদ নিজাম, জুনান আহমদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, কিবরিয়া চৌধুরী, মিফতা হোসেন, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, সাব্বির আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, আবির আহমদ, জীবন আহমদ প্রমুখ।