সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক এক প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।সভায় এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় ফেঞ্চুগঞ্জ উপজেলার স্কুল ও মাদ্রাসার ফলাফল বিপর্যয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি উপজেলার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয় বিষদ আলোচনা পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- একাডেমি সুপারভাইজার সীমা সরকার, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ-সভাপতি এসএম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ বদরুল আমীন ও সহযোগী সদস্য সামি হায়দার।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT